দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া-দৌলতপুর সংযোগ সড়কের স্বরূপপুর এলাকায় ট্রাকের ধাক্কায় তৌহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এসময় দুজন আহত হন। নিহত তৌহিদুল উপজেলার চরদিয়াড় গ্রামের তোফাজ্জেল মণ্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্বরূপপুর জামে মসজিদ এর নিকট এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতপুর থেকে তারাগুনিয়া যাওয়ার পথে ৩ মোটরসাইকেলআরোহী যশোর-ট-০০৬৪ ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তৌহিদুল ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলচালক মোনাজাত (৪৮) ও অপর আরোহী তোজাম্মেল (৩২) গুরুতর আহত হন। আহতরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ট্রাকটি আটক করেছে। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, তৌহিদুল পচামদিয়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে চরদিয়াড়ে নিজ বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।