কালীগঞ্জপ্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের মল্লিকপুরে অবস্থিত এশিয়ার বৃহৎ বটগাছ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় দিকে তার সফর সঙ্গীদের নিয়ে তিনি বটগাছ পরিদর্শনে আসেন। তাকে স্বাগত জানান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।এ সময় তার সাথে ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু প্রমুখ। ড্যান ডব্লিউ মজিনা বটগাছ এলাকা ঘুরে দেখেন এবং ছবি তোলেন। তিনি বটগাছটি দেখে বিমোহিত হন এবং গাছটি সংরক্ষণের জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন।এরপর তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শন ও শৈলকুপার সপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামানের বাড়িতে সুশীলসমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন। বিকেলে ভেটেরিনারি কলেজ পরিদর্শন শেষে স্থানীয় সার্কিট হাউজে রাতযাপন করেন। আজ তিনি চুয়াডাঙ্গায় আসবেন।