স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলুর মা শিক্ষিকা আমেনা হক মির্জা আর নেই (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল মঙ্গলবার বিকেলে ঘুমের ঘোরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আমেনা হক বেশ কিছুদিন ধরে কিছুটা অসুস্থ ছিলেন বলে পারিবারিকসূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা কোর্টপাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হক মির্জার স্ত্রী ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলুর মা আমেনা হক মির্জা (৫৩) ছিলেন বুজরুকগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে তাকে ডাকা হলে অচেতন অবস্থায় পাওয়া যায়। আমেনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আমেনা হক মির্জা তিন ছেলের জননী ছিলেন। দ্বিতীয় পুত্র মির্জা সায়েম মাহমুদ বিপুল চট্টগ্রাম কতোয়ালি থানার এএসপি। ছোট ছেলে মির্জা জায়েদ বিন আবেদ ষষ্ঠ শ্রেণির ছাত্র। শিক্ষিকা আমেনা হক মির্জার লাশ আজ বুধবার সকাল ৯টায় জান্নাতুল মওলায় জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা আজকের জানাজা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আহ্বান জানান। ছাত্রদলের অন্যান্যের মধ্যে শোক জানান, এমএ তালহা, ফিরোজ সরোয়ার রোমান, শামীম হাসান টুটুল, মঞ্জুরুল জাহিদ, জাহিদ, রাজিব খান, খ ম ইউসুফ আলী, শাহ জাহান খান, সোহেল আহমেদ মালিক সুজন, মোমিনুর রহমান মোমিন, জেডএম তৌফিক খান, তানভির হোসেন রাজিব।