চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডলের মায়েরইন্তেকাল

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডলের মাখেজুরা গ্রামের মৃত আশকার আলী মণ্ডলের স্ত্রী লতিফন নেছা আর নেই। গত পরশু সোমবার রাত ১টা ৪০মিনিটের দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। লতিফন নেছা প্রায় ৫মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১শ বছর। তিনি ৩ছেলে ও ৫মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর খেজুরার সরকারি কবরস্থান মাঠে জানাজা শেষে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান আজিজুল হক হযরত,কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন,জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মজু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এমএম শাহাজান মুকুল, সেক্রেটারিঅ্যাড.শামীম রেজা ডালিম, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনি, অ্যাড.ওহাব মল্লিক, ইছামুল ইসলাম, শঙ্করচন্দ্র ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের নেতা একরামুল হক মুক্তা, বিএনপি নেতা নুরনবী ছামদানী, রমজান আলী, রায়হান উদ্দিনসহ এলাকার মুসল্লিগণ।