স্টাফ রিপোর্টার: মেহেরপুর গাংনী বাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর উদ্যোগে সড়কের পাশে থাকা দোকানঘরের বর্ধিত অংশ অপসারণ করা হয়। ২৪ ঘন্টার মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়ে গত সোমবার সন্ধ্যায় মাইকিং করে সড়ক ও জনপথ বিভাগ।
গতকাল বিকেলে পৌর মেয়র আহম্মেদ আলী হাসপাতাল বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। যানবাহন ও পথচারীদের চলাচলের বিঘ্নসৃষ্টিকারী স্থাপনা অপসারণের বিষয়ে একমত পোষণ করেন ব্যবসায়ীরা। সেলক্ষ্যে সড়কের দিকে থাকা বিভিন্ন দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়। পৌর মেয়র আহম্মেদ আলী জানান, অবৈধ দখল যেমনি মুক্ত করতে হবে, তেমনি ব্যবসায়ীদের রুটি-রুজি ও জনস্বার্থের কথাও চিন্তা করতে হবে। তাই আংশিক উচ্ছেদ করে ব্যবসায়ীদের সুযোগ দেয়া হয়েছে। ব্যক্তি মালিকানা জমিতে দোকানগুলো স্থানান্তর করে পরবর্তীতে সকল অবৈধ স্থাপনা সরিয়ে দেয়া হবে। গাংনী হাসপাতাল বাজারে প্রধান সড়কের দু’ধারে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় শতাধিক দোকানপাট রয়েছে। ওই সড়কের দক্ষিণে উপজেলা পরিষদ ও উত্তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাণিসম্পদ অফিস। এতে সড়কের পাশে ব্যক্তি মালিকানা কোনো জমি নেই। তাই সরকারি এ অফিসগুলো ঘিরেই জনগণের চাহিদায় সড়কের জায়গায় গড়ে উঠেছে মুদি, কসমেটিকস, ওষুধ, হোটেল, কম্পিউটার-ফটোকপিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। রোগীসহ সরকারি দপ্তরে আসা মানুষের উপকারের পাশাপাশি ব্যবসায়ীদের উপার্জনের ব্যবস্থা হচ্ছে দোকানগুলো থেকে। সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হলে রোগীসহ সাধারণ মানুষ বিপাকে পড়ার পাশাপাশি দরিদ্র ব্যবসায়ীদের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তাই উপজেলা পরিষদ কিংবা হাসপাতালের পড়ে থাকা জমিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসায়ীদের ভাড়া দেয়ার দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।