গাংনী সিন্ধুরকোটায় তুলাচাষ উদ্বুদ্ধকরণ চাষি সমাবেশ অনুষ্ঠিত

 

গাংনী প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয়ের উপসচিব (গবেষণা-২) আবু জুবাইর হোসেন বলেছেন, আমাদের দেশের কৃষকরা বাস্তবতার নিরিখে চাষাবাদ করেন। ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে কৃষকদের বড় ভূমিকা রয়েছে। কোন ফসল কখন চাষ করতে হবে কিংবা জমিতে কখন কী সার প্রয়োগ করতে হবে তা কৃষকরাই ভাল বোঝেন। তুলা ও তামাক দুটি লাভজনক ফসল। কিন্তু তামাক চাষে ব্যাপক ক্ষতি থাকলেও তুলা চাষে কোন ক্ষতি নেই। কৃষকরাই বড় অর্থনীতিবিদ। তারাই জানেন কোন ফসল লাভজনক। তবে দেশের গার্মেন্টস শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তুলা চাষে মনোযোগ দেয়ার জন্য চাষিদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সিন্ধুরকোটা মাঠে তুলাচাষ উদ্বুদ্ধকরণ চাষি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। তুলা উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জোন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ। বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক কৃষিবিদ ড. তাসদিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খোন্দকার এনামুল কবীর ও গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গাংনী তুলা উন্নয়ন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান। বক্তব্য রাখেন বাংলাদেশ জিনিং সমিতির সাধারণ সম্পাদক গোলাম সাবের লাল, তুলা চাষি আব্দুস সালাম, আব্দুল আজিজ, বুলবুল আহম্মেদ প্রমুখ।