গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি ইয়ারগান, ১টি চাইনিজ কুড়াল ও ৩৫০ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে র্যাব। গতসোমবার মধ্যরাতে পরিত্যক্ত অবস্থায় গাংনী র্যাব ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করেন।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান চালায় র্যাব। এসময় ওই গ্রামের মৃত জিল্লুর রহমানের স্ত্রী নুরজাহান খাতুনের বাড়ির কাছ থেকে অস্ত্র ও গানপাউডার উদ্ধার করা হয়। একই অভিযানে মোশারফ হোসেন নামের এক আইনজীবীর বাড়ির কাছ থেকে চাইনিজ কুড়াল ও ইয়ারগান উদ্ধার করা হয়। প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে এগুলো ফেলে রেখে যায় বলে জানান র্যাব কমান্ডার।