স্টাফ রিপোর্টার:বিএনপিরভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগগণতন্ত্রের নামে কার্যত একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। নির্বাচনের আগে ওপরে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির ৩১০ জন নেতাকর্মীকে হত্যা করেছে বলে দাবিকরেন ফখরুল। আওয়ামী লীগ সরকার একাত্তরের কায়দায় দেশে অপহরণ, হত্যা ও গুমেররাজত্ব কায়েম করেছে। গতকালমঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে খেলাফত মজলিসের বর্ধিত দায়িত্বশীল সভার সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।মির্জাফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের কথা বলতেই বেগম জিয়া নারায়ণগঞ্জেগিয়েছিলেন। মাঠ গরম করতে নয়। ফলে এ ধরনের বক্তব্য দিয়ে মন্ত্রী মাঠ গরমকরতে চাচ্ছেন, বেগম জিয়া নন। এসময় তিনি খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুলইসলামের খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান।ফখরুলবলেন, র্যাব যখন টাকার বিনিময়ে হত্যা ও গুম করে তখন তাদের বিরুদ্ধেপ্রশ্ন উঠবেই। র্যাব জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং তাদের বিলপ্তঅনিবার্য হয়ে দাঁড়িয়েছে।