স্টাফ রিপোর্টার: বাংলাদেশক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ৭ উইকেট হাতে রেখে ৩১৯ রানে পিছিয়ে আছেউত্তরাঞ্চল। তিন উইকেটে ২৫৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে নাসিররা।চতুর্থদিনের শুরুতে দক্ষিণাঞ্চলের মিথুন আলী ১১১ ও অপর অপরাজিত ব্যাটসম্যানশুভাগত হোম ১০ রান নিয়ে মাঠে নামেন। অবশ্য এ জুটি বেশি দূর এগোয়নি। দলীয়৪৩৮ রানের মাথায় ব্যক্তিগত ১২৬ রান করে দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবেমিথুন আলী আউট হন। ১৮৩ বল খেলে ১৬ চার ও ৫টি ছক্কার সাহায্য নিজেরইনিংসটিকে সাজান এ ব্যাটসম্যান।এরপর বাকি ব্যাটসম্যানরা প্রায়সবাই চালিয়ে খেলার চেষ্টা করেছেন। তাইবুর রহমান ৩০ বলে ৩১,অধিনায়ক আব্দুররাজ্জাক ২৪ বলে ৩৩ ও জিয়াউর রহমান ১৭ বলে ১৫ রানের ওয়ানডে ইনিংস খেলেন।একপর্যায়ে দ্বিতীয় সেশনে পানি পানের বিরতির কিছুক্ষণ পর সবকটি উইকেট হারিয়ে৫৩৬ রানের বিশাল সংগ্রহ পায় আব্দুর রাজ্জাকরা। ফলে প্রথম ইনিংসের লিডসহ৫৭৩ রানের পাহাড়সম লিড নেয় দক্ষিণাঞ্চল।উত্তরাঞ্চলের হয়ে শুভাশিষ রায় সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন। এছাড়া ফরহাদ রেজা ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। বিশালরানের জবাবে ব্যাট করতে নামলে উত্তরাঞ্চলের শিবিরে জোড়া আঘাত হানেন আব্দুররাজ্জাক। এরপর নাসির হোসেন ও ফরহাদ হোসেনের ব্যাটে ভালোই জবাব দিতে থাকেউত্তরাঞ্চল। শুরুর বিপর্যয় সামলে ১২৮ রানের জুটি গড়ে অপরাজিত থেকেই মাঠছেড়েছেন অধিনায়ক নাসির হোসেন (৬৭) এবং ওয়ানডাউনে নামা ফরহাদ হোসেন (৮৫)।শেষদিনে এ জুটির উপরই অনেকটা ভরসা করছে জয়-পরাজয়। অবশ্য এর আগে ওপেনিংব্যাটসম্যান জুনাইদ সিদ্দিকি ৫১ রানের কার্যকরী ইনিংস খেলে সাজঘরে ফেরেনএবং মায়শুকুর রহমান ৩১ রান করেন।জমজমাট লড়ায়ে শেষ পর্যন্ত কার হাতেশিরোপা ধরা দেয় সেটাই এখন দেখার বিষয়। শিরোপা ঘরে তুলতে উত্তরাঞ্চলকে করতেহবে আরো ৩১৯ রান। আর প্রতিপক্ষের সাতটি উইকেট তুলে নিলেই দক্ষিণাঞ্চলমাতবে শিরোপা উৎসবে।