স্টাফ রিপোর্টার:ভারতে প্রায় পাঁচ সপ্তাহ ধরে ধাপে ধাপে চলা লোকসভা নির্বাচন শেষ হয়েছে। শেষদফায় সোমবার ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরপ্রদেশের ৪১টিকেন্দ্রে। এবারের নির্বাচনে শতকরা ৬৬ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগকরেছেন।ভোটগ্রহণ ছিলো অন্যতম গুরুত্বপূর্ণ আসন উত্তরপ্রদেশেরবারাণসীতে- যেখানে লড়েছেন বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীএবং দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়াল।শেষ দফায়যে তিনটি রাজ্যে সোমবার ভোট নেয়া হয়েছে, তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেগুলি, বোমাবাজি আর অস্ত্র নিয়ে আক্রমণের মতো কিছু সহিংসতা ছাড়া অন্যরাজ্যগুলিতে নির্বিঘ্নেই মিটেছে ভোটপর্ব।পশ্চিমবঙ্গের হাড়োয় এলাকায়ভোটারদের ওপরে গুলি চালিয়ে প্রায় ২০ জনকে আহত করার অভিযোগে পুলিশ বেশ ক’জনতৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে।অন্যদিকে বারাণসীতেনরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দী কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশন।সকাল ৭টা থেকে ভোটনেয়া শুরু হয় পশ্চিমবঙ্গের ১৭টি, উত্তরপ্রদেশের ১৮ আর বিহারের ৬টি আসনে।গরমের কারণে ভোট শুরুর আগে থেকেই বহু মানুষ বিশেষত মহিলারা বুথের বাইরেলাইনে দাঁড়িয়ে ছিলেন। আর তারপর নির্দিষ্ট সময়ে ভোটযন্ত্রের বোতাম টিপে ভোটনেয়া শুরু হয়।উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে লড়াইতে নেমেছিলেনহিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্রমোদী। তিনি মোট দুটি আসন থেকে লড়ছেন, যার মধ্যে বারাণসী একটি, যেখানে তারবিরুদ্ধে লড়ছেন দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা ও আম আদমী পার্টির প্রধানঅরবিন্দ কেজরিওয়াল।এবারের নির্বাচনে অনেক ভোটারের কাছেই দুর্নীতিএকটা বড় ইস্যু। এবারই ১০ দফায় ভোট নেয়া হল লোকসভা নির্বাচনের জন্য, যা এরআগে কখনও হয়নি।এছাড়াও এবারই প্রথম চালু হয়েছে ভোট যন্ত্রে ‘নোটা’ বা নান অফ দা এভাব বোতাম। কোনো প্রার্থীকেই পছন্দ না হলে ভোটাররা যে বোতামটিপতে পারেন।আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে ভারতীয় সময় সন্ধ্যা৬টায়। তবে বেশ কয়েকটি কেন্দ্রে পুননির্বাচনের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন, যেগুলোতে আগামীকাল আবারও ভোট নেয়া হবে।আর শুক্রবার, ১৬ মে ভোট গণনা হবে। আশা করা হচ্ছে সে দিন দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে দিল্লিতে সরকার গড়তে যাচ্ছে কোন দল বা জোট?