মেহেরপুরের কোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে বিষ্কুট ফ্যাক্টারিতে উৎপাদিত বিস্কুটে রঙ মেশানোর অভিযোগে মালিকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের বিসমিল্লাহ বেকারিতে অভিযান চালান। এসময় নোংরা পরিবেশে বিস্কুট তৈরি ও বিস্কুটে রঙ মেশানোর অভিযোগে বিসমিল্লাহ বেকারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।