ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপি গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনের আয়োজন করে উপজেলা বিএনপি। মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোমিনুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান শাহানুর আলম, একই ইউনিয়নের মজনুল ইসলাম মাস্টার, কাজীরবেড় ইউনিয়নের এনামুল খোন্দকার, স্বরুপপুর ইউনিয়নের আলী কদর ও জুলফিকার আলী, পান্তাপাড়া ইউনিয়নের আবু নোমান, পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ফতেপুর ইউনিয়নের গোলাম ফারুক, আজমপুর ইউনিয়নের মফিজুর রহমান, নাটিমা ইউনিয়নের আহসানুজ্জামান, যাদবপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক ও রবিউল ইসলাম, নেপা ইউনিয়নের মজিবর রহমান, কাজিরবেড় ইউনিয়নের কামাল হোসেন, এসবিকে ইউনিয়নের আব্দুর রহমান ও মশিয়ার রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম অসুস্থ থাকায় দলে নেতৃত্ব নেই। ফলে কেন্দ্রীয় কোনো কর্মসূচি মহেশপুর পালিত হয় না। এছাড়া শহিদুল ইসলাম মাস্টারের স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডে তৃণমূলে হতাশা বিরাজ করছে। হামলা মামলায় বিপর্যস্ত নেতাকর্মীদের পাশেও তিনি দাঁড়াতে পারেননি। এতে মহেশপুর উপজেলা সংগঠন দুর্বল হয়ে পড়েছে। এমতাবস্থায় তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিত্বে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে শহিদুল ইসলাম মাস্টারকে অব্যাহতি দিয়ে তদস্থলে মহেশপুর উপজেলা বিএনপির সহসভাপতি বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো। তৃণমূলের এ সিদ্ধান্ত রেজুলেশন আকারে কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে বলা হয়। সাংবাদিক সম্মেলনে ওয়ান ইলেভেনের সময় শহিদুল ইসলাম মাস্টারের দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। মহেশপুর উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতির বিষয়ে শহিদুল ইসলাম মাস্টার বলেন, তাকে অব্যহতি দেয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্র কমিটির আছে। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন মোমিনকে দলের সাধারণ সম্পাদক কে বানিয়েছে?তিনি দলের কেউ নয়। তিনি আরো জানান, কেন্দ্র অনুমোদিত মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে এখনো মহিউদ্দীন বহাল রয়েছেন।