স্টাফ রিপোর্টার: বাগেরহাটেইউনিয়ন ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আজাদসহ (২৮) দুজনকে ছুরিকাঘাতেহত্যা করেছে দুর্বৃত্তরা। গতকালসোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলারবিষ্ণুপুর মাদরাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গণপিটুনিতে ছাত্রদলনেতার ঘাতক রাজীব হাওলাদারও (২০) নিহত হন। নিহত ছাত্রদল নেতা আজাদ শেখবেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আজিজ শেখের ছেলে ও ঘাতক রাজীব ফারুকহাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকেকেন্দ্র করে সকালে ছাত্রদল নেতা আজাদকে বিষ্ণুপুর মাদরাসা বাজারের চায়েরদোকান থেকে ডেকে নিয়ে রাজীব এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।আশঙ্কাজনক অবস্থায়তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনারপর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক রাজীবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।বাগেরহাটসদর সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম জানান, বিষ্ণুপুর এলাকায় বিবদমান দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।