নারায়ণগঞ্জে নিহত ৫ জনের পরিবারের প্রধানমন্ত্রীর সাক্ষাত
খুনীরা যে অবস্থানের হোক না কেন রেহাই পাবে না
স্টাফ রিপোর্টার:রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়েই কান্নায় ভেঙে পড়া নারায়ণগঞ্জেঅপহরণের পর নিহত পাঁচ জনের পরিবারের সদস্যরা হত্যার বিচার চাইলেন। জবাবেআবেগাপ্লুত প্রধানমন্ত্রী খুনীদের বিচার নিশ্চিত করতে তার সরকারের কঠোরঅবস্থানের কথা তুলে ধরে তাদের আশ্বস্ত করে বলেন, অমানবিক এ হত্যাকাণ্ডেরসাথে জড়িতদের অবশ্যই খুঁজে বের করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিনিশ্চিত করা হবে। খুনীরা যে অবস্থানের হোক, যে দলেরই হোক কাউকে ছাড়া হবেনা। কেউ রেহাই পাবে না। তিনি বলেন, আমি সব হারিয়েছি, স্বজন হারানোর বেদনাবুঝি। গতকাল সোমবার রাত ৮টার দিকে গণভবনে পৌঁছান অপহরণের পর নিহতনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, মনিরুজ্জামান খান, তাজুল ইসলাম, ড্রাইভার জাহাঙ্গীর ও লিটনের পরিবারের সদস্যরা।প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।প্রধানমন্ত্রীও আবেগ-আপ্লুত হয়ে পড়েন, নিহতদের পরিবারের নারী সদস্যদেরজড়িয়ে ধরেন। এ সময় গণভবনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষাত শেষেপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল ব্রিফিং করেন।
নিহতদেরপরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনারসাথে যারা জড়িত তাদের গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা চলছে। ঘটনার পর পরইআমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে গ্রেফতারেরনির্দেশ দিয়েছি। ঘটনার পর সরকার বসে থাকেনি, সুষ্ঠু তদন্তের স্বার্থেনারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, র্যাবসহ প্রশাসনের ঊর্ধ্বতনকর্মকর্তাদের বদলী করা হয়েছে। এ সময় কান্নায় ভেঙে পড়া নিহতদের পরিবারেরসদস্যরা বলেন, তাদের প্রিয়জনের হত্যাকারীদের বিচার একমাত্র প্রধানমন্ত্রীইকরতে পারেন। অপহরণ ও হত্যাকাণ্ডের পর সরকারের কঠোর পদক্ষেপ ও কার্যকরব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নিহতদের পরিবারেরসদস্যরা প্রধানমন্ত্রীকে বলেন, স্বজন-হারানোর বেদনা যে কী ভয়াবহ তা আপনিজানেন। আপনি বাবা-মা-ভাইসহ সবাইকে হারিয়েছেন। তাই আপনিই পারবেন এহত্যাকাণ্ডের বিচার করতে। এ সময় প্রধানমন্ত্রী কঠোর ভাষায় বলেন, খুনীদেরঅবশ্যই খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের শিকার ৭ জনের মধ্যে গত রোববার চন্দন সরকারের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলেন।