মাথাভাঙ্গা মনিটর:টিপু সুলতানের শেষ যুদ্ধে হারানো আংটিটি নিলামে তোলা হচ্ছে। ভারতীয় মুদ্রায় এর দাম ১৫ লাখ রূপিরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।নিলামকারী প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’-এ নিলামের আয়োজন করেছেবলে ভারতের আনন্দবাজার অনলাইন জানিয়েছে।টিপু সুলতান ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তমেরযুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের হাতে প্রাণ হারান। আর তখন তার আঙুল থেকে আংটিটি খুলে নেনওয়েলিংটন।আংটিটির ওজন ৪১ গ্রাম। সেখানে রামের নাম খোদাই করা ছিলো।জানা গেছে, ওয়েলিংটন শেষ বয়সে তার ভাতিজি এমিলিকে এ আংটিটি দিয়েছিলেন।পরবর্তী সময়ে লর্ডলর্ড র্যাগল্যানের সাথে এমিলির বিয়ে হয় এবং তিনি র্যাগল্যানকে আংটিটি দিয়েদেন।জানা গেছে, ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে র্যাগল্যানের হাতেই শোভা পায় টিপুসুলতানের সেই আংটি।আর ওই যুদ্ধেই প্রতিপক্ষের কামানের গোলায় র্যাগল্যানের বাঁহাত কাটা যায়, ওই হাতেই ছিলো সেই আংটি। র্যাগল্যানের মৃত্যুর পর বংশ পরম্পরায় আংটিরমালিকানারও পরিবর্তন হতে থাকে। ২০১০ সালে পঞ্চম র্যাগল্যান মৃত্যুর আগে উইল করে তারভাগনে হেনরি ভ্যান ময়ল্যান্ডকে আংটিটির স্বত্ব দিয়ে যান।