জীবননগর বাঁকায় গভীর রাতে ডাকাতি

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার রাত ২টার দিকে উপজেলার বাঁকা গ্রামের রাহান আলী মাস্টারের (৭০) বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাতদল হাতবোমা, পিস্তল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সোনার গয়না, মোবাইলফোন ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

থানা ও পরিবারিকসূত্র জানায়, উপজেলার বাঁকা ঈদগাপাড়ার বসবাসরত মৃত করিম মালিতার ছেলে রাহান আলী মাস্টারের (৭০) বাড়িতে রোববার রাত ২টার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল হানা দেয়। ডাকাতদল ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে দুটি হাতবোমা, একটি পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে জিম্মি করে আড়াই ভরি সোনার গয়না, ৪টি মোবাইলসেট ও নগদ তিন হাজার টাকা নিয়ে যায়। রাতে ও সকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ইকবাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি এস.এম ইকবাল আহমেদ জানান, ঘটনাস্থল থেকে একটি হেঁসো ও একটি বাসের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।