স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সুমিরদিয়া রেলপাড়ায় ছেলের দায়ের কোপে পিতা জখম হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় নিজ বাড়িতে এঘটনা ঘটে। জখম শাহিন সুমিরদিয়া রেলপাড়ার পুটি মণ্ডলের ছেলে। জখম শাহিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
জখম শাহিন অভিযোগ করে জানান, চুয়াডাঙ্গা সুমিরদিয়া রেলপাড়া গ্রামের মৃত পুটি মণ্ডলের ছেলে শাহিন। গতকাল রাতে তার স্ত্রী রিনার সাথে পারিবারিক বিরোধ বাধে। বাগবিতণ্ডার এক পর্যায়ে তার ক্ষিপ্ত ছেলে রাব্বি এসে তাকে ধারালো অস্ত্র দা দিয়ে কোপ মারে। এতে তিনি গুরুতর জখম হয়। জখম অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিলো।