চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: ‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনডিসি মুনিবুর রহমান। পরে মেলায় অংশগ্রহণকারী সরকারিদফতর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝেপুরস্কার বিতরণ করা হয়।

মেলায় সেরা স্টল দিয়ে প্রমথ স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, দ্বিতীয় ভি.জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ডিজিটাল কুইজে প্রথম চুয়াডাঙ্গা সরকারি কলেজ, দ্বিতীয় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তৃতীয় ভি.জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষকদের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার জন্য উপস্থাপনা প্রতিযোগিতায় প্রথম স্থান হয়েছেন এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা, দ্বিতীয় আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন সুলতানা, তৃতীয় দামুড়হুদা পাইলট হাইস্কুলের শিক্ষক শফিকুল ইসলাম। ডিজিটাল চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা একাডেমী, দ্বিতীয় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, তৃতীয় হয়েছে চুয়াডাঙ্গা আদর্শ বালক বিদ্যালয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।