চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জনের কাছে ছাত্রসমাজের স্মারকলিপি

 

শাহাবুদ্দীন রিংকু/উজ্জ্বল মাসুদ: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নানা অনিয়মের প্রতিবাদে আবারো সোচ্চার হয়ে উঠেছে চুয়াডাঙ্গা ছাত্রসমাজ। তারা নবাগত সিভিল সার্জনের কাছে ৮টি দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি ‘সকল প্রকার দুর্নীতিমুক্ত হাসপাতাল চাই, চোর নেশাখোর অনুপ্রবেশকারীসহ হাসপাতালকে দালালমুক্ত করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের সাথে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ভিজিট বন্ধ করতে হবে। চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার দুপুরে ছাত্রসমাজের মুখপাত্র চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জানিফ স্বাক্ষরিত একটি স্মারকলিপি সিভিল সার্জন মো. আজিজুল ইসলামের হাতে তুলে দেয়া হয়।

ছাত্রসমাজের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে মহিলা কর্মচারী নিয়োগ করতে হবে। খাবারের মান বৃদ্ধি করতে হবে ও খাবার সরবরাহে অনিয়ম দূর করতে হবে। রোগীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক পুলিশি প্রহরার ব্যবস্থা করতে হবে। রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ বাইরে বিক্রি বন্ধ করে গরিব রোগীরা যাতেপায় তার ব্যবস্থা করতে হবে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে দালালমুক্তসহ নানা অনিয়ম দূর করতে চুয়াডাঙ্গা ছাত্রসমাজ গত বছর থেকে আন্দোলন শুরু করে।