গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর নামক স্থানে শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান করিমন উল্টে চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এরা হচ্ছেন- সহড়াবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে স্কুলছাত্র শিমুল (১০) ও একই গ্রামের করিমনচালক ময়েজ উদ্দীনের ছেলে ফজলুর রহমান (৩৫)। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাটবোয়ালিয়া থেকে সহড়াবাড়িয়া গ্রামে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয় লোকজন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় শিমুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।চালক ফজলুর রহমান জানান, চলন্ত অবস্থায় করিমনের সামনের একটি অংশ ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।