কুড়ুলগাছি ইউপিমহিলা সদস্যারা কাজ থেকে বঞ্চিত : লিখিত অভিযোগ

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউপির মহিলা সদস্যরা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রকল্প থেকে বঞ্চিত হওয়ায় নির্বাচিত ৩ জন মহিলা সদস্য দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে মহিলা সদস্যদের নিকট জানতে চাইলে তারা জানান, আমরাও নির্বাচিত প্রতিনিধি। জনগণের সেবায় করার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। একজন পুরুষ সদস্যর ভোটারের ৩ গুন বেশি ভোটারের ভোটে আমরা নির্বাচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যইউনিয়নের সকল প্রকল্পের আমরা সমান অংশীদার হলেও আমাদের সামান্য কাজ দেয়া হয়। গত ৮ মে প্রায় আড়াই লাখ টাকা বিভাজন হয়। এ প্রকল্পের কোনো কাজই আমাদেরকে দেয়া হয়নি। আমরা চেয়ারম্যান ও পুরুষ সদস্যদের নিকট দাবি জানালেও তারা কোনো কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি।