আলমডাঙ্গা কালিদাসপুরে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন পরিষদে গতকাল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এক্রীড়া প্রতিযোগিতায় হা-ডু-ডু,দাড়িয়াবাঁধা, কানামাছি, বৌঁছি ও মোরগলড়াইঅনুষ্ঠিত হয়। কালিদাসপুর ইউনিয়নের ছেলে-মেয়েরা এ খেলায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে থেকে উদ্বোধন করেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান। এ সময় বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক জালাল উদ্দিন,পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক শহিদুল আলম লাভলু,জগন্নাথপুর জে.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য আলী হোসেন, মাহাবুল হক, নেকবার আলী, ময়না খতুন, ছাদিয়া খাতুন, নূর বানু। খেলাগুলোর সার্বিক পরিচালনায় ছিলেন ইউপি সচিব শাহজাহান আলী,পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক গোলাম কিবরিয়া, জে.এস মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক রফিকুল ইসলাম। আলমডাঙ্গার বেলগাছির এক অপরিনামদর্শী কৃষকের দেয়া আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বিস্তীর্ণ ভুট্টাক্ষেত