স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ঘটনায় অভিযুক্ত তিন র্যাব কর্মকর্তাকে গ্রেফতারের প্রক্রিয়াচলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি গতকালসোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।এরআগে এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ পুলিশ সদর দফতরে পৌঁছায়।অভিযুক্তর্যাব কর্মকর্তা হলেন-র্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেলতারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডারএমএম রানা।বেলা সোয়া ১১টার দিকে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া)জালাল উদ্দিন আহমেদ চৌধুরী আদালতের আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিতকরেন। তিনি বলেন, আমরা আদেশের কপি পেয়েছি। এখন আদালতের আদেশ পালনে পরবর্তীআইনি প্রক্রিয়া চলছে।হাইকোর্টের আদেশে বলা হয়, চাকরিচ্যুত ঐতিনজনের বিরুদ্ধে দণ্ডবিধি বা অন্য কোনো বিশেষ আইনে কোনো অভিযোগ পাওয়ানা গেলে তাদের ৫৪ ধারায় গ্রেফতার করতে হবে।