মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ৭ পুলিশ নিহত

 

মাথাভাঙ্গা মনিটর:ভারতেরমহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় মাওবাদীদের পোঁতা ল্যান্ডমাইন বিস্ফোরণে ৭পুলিশকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহতও হয়েছে।

পুলিশজানিয়েছে, গতকালরবিরার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে গড়চিরোলির পাভিমুরান্দা ওমুরমুরি গ্রামে একটি তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলো পুলিশের একটি বিশেষ দল।গ্রামে ঢোকার সময়ই ল্যান্ডমাইন বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়। বেশ কয়েক জনআহত হন। তাদের হেলিকপ্টারের সাহায্যে নাগপুরে চিকিত্সার জন্য নিয়ে যাওয়াহয়েছে।ঘটনার পর জঙ্গলের মধ্যে মাওবাদী ও পুলিশবাহিনীর মধ্যে গুলিরলড়াই শুরু হয়। সাহায্যের জন্য তড়িঘড়ি অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়সেখানে। পুলিশ জানিয়েছে, সেখানে এখনও গুলির লড়াই চলছে।