৫ জুন সংসদে বাজেট উপস্থাপন

স্টাফ রিপোর্টার: চলতি দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৩ জুনমঙ্গলবার। আর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের জন্যজাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন ৫ জুন বৃহস্পতিবার। ৫ জানুয়ারিরআলোচিত নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটা প্রথম বাজেট। আর দশমসংসদের জন্য এটা হবে দ্বিতীয় অধিবেশন।জাতীয় সংসদ সচিবালয় সূত্রজানায়, ৩ জুন অধিবেশন শুরু এবং ৫ জুন বাজেট প্রস্তাব উপস্থাপনের সম্ভাব্যতারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতির জন্য সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে।কয়েকদিনের মাধ্যমে তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠাবেন স্পিকার ড. শিরীনশারমিন চৌধুরী। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলেরাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট তারিখ ও সময় চূড়ান্ত করে সংসদের অধিবেশনডাকবেন।