ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চাঞ্চল্যকর পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুক হত্যামামলার চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ।এতেহরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমীর মোতাহার হোসেনসহ আসামি করা হয়েছে তিনশতাধিক নেতাকর্মীকে। দীর্ঘ ১৪ মাস অধিকতর তদন্ত শেষে এ চার্জশিট চূড়ান্তকরা হলো।মামলার তদন্ত কর্মকর্তা ও হরিণাকুন্ডু থানার সাবেক ওসি মহিবুল ইসলাম চার্জশিট চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকেহরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবির চৌধুরী জানান, চলতিসপ্তায় জেলা ও দায়রা জজ আদালতে বিশেষ ট্রাইবুনালে হত্যা ও বিস্ফোরকদ্রব্যের পৃথক ধারায় এ মামলার চার্জশিট দাখিল করা হবে।উল্লেখ্য, গতবছর মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানাদেলোয়ার হোসেন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশদিলে জামায়াত-শিবির সারা দেশে ৬০ ঘন্টার টানা হরতাল ডাকে।ওইহরতালের দ্বিতীয় দিন গত বছরের তিন মার্চ হরিণাকুণ্ডু উপজেলায় দুর্বৃত্তরাকর্তব্যরত পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুককে কুপিয়ে হত্যা করে।তখন দুশ’ ২০ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরো ছয় হাজার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে পুলিশ।