র‌্যাব বিলুপ্তির দাবি খালেদার

 

স্টাফ রিপোর্টার: গুম, খুন, অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় অবিলম্বে র‌্যাবেরকার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।রাজধানীরশাহীনবাগে ঢাকা মহানগর বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নিখোঁজসাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে তিনি এ দাবি জানান।এ সময় খালেদা জিয়াবলেন, সন্ত্রাস দমনসহ বিভিন্ন কর্মকাণ্ডে শুরুতে র‌্যাবের সফলতা ছিলো।জনগণের কাছে তারা প্রশংসা কুড়িয়েছে। কিন্তু বর্তমানে এ বাহিনীর সদস্যরানানা অপরাধে জড়িয়ে পড়েছে। তাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। বিশেষকরে মানুষের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে এ বাহিনী ব্যর্থ।খালেদাবলেন, র‌্যাব এখন সাধারণ মানুষের কাছে আতঙ্ক। সাধারণ মানুষের নিরাপত্তা নাদিয়ে তারা গুম, খুনে জড়িয়ে পড়ছে। র‍্যাব কিভাবে কাজ করে তা খতিয়ে দেখাউচিত। প্রয়োজনে একে বিলুপ্ত করে পুলিশের মধ্য থেকে এলিট বাহিনী গঠন করতেহবে।