নারায়ণগঞ্জের আইনজীবী হত্যার বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

 

মেহেরপুর অফিস: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. চন্দন সরকারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুরের আইনজীবীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক কামরুল হাসান, অ্যাড. মারুফ আহম্মেদ বিজন, ইব্রাহিম শাহীন, তুহিন আরন্য ও পল্লব ভট্টাচার্যসহ আইনজীবীবৃন্দ। সভাপতি বলেন, হত্যকাণ্ডের কয়েকদিন অতিবাহিত হলেও এখনো প্রধান আসামিসহ হত্যকারীরা গ্রেফতার হয়নি। দ্রুত তাদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে বাধ্য হবেন আইনজীবীরা।