দায়িত্বভার গ্রহণ করলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়। গতকাল রোববার ৪র্থ উপজেলা পরিষদের প্রথম সভায় তারা যোগদান করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন,ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন ওমহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা। সভায় উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু,সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মচারী-কর্মকর্তাদের পক্ষ থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু,চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু,জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,কালিদাসপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, ডাউকি ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী, কুমারী ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল কাদের, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা একেএম হাসিবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।          এর পূর্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতৃবৃন্দ শোডাউনের মাধ্যমে চেয়ারম্যানদের সাথে নিয়ে উপজেলা পরিষদে যান।