স্টাফ রিপোর্টার: সোনারগাঁওথানা গেটের সামনে থেকে তোতা মিয়া (৩৬) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছেপুলিশ। নিহত তোতা মিয়া জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের মৃত মহব্বত আলীরছেলে। গতকালরোববার সকাল ৭টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিহত তোতা মিয়াকে উদ্ধার করতে গিয়ে দেখতে পায় তার কপাল ও মুখ মণ্ডলের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।নিহতেরস্ত্রী লিলি বেগম জানান, তার স্বামী এলাকায় জায়গা জমি ক্রয়-বিক্রয়েরব্যবসা করতেন। গত শনিবার দুপুরে তিনি তাকে জানিয়েছেন ঢাকা থেকে তিনজন লোকসোনারগাঁওয়ে জমি ক্রয় করতে আসবে। তাদের জমি দেখাবে বলে বাড়ি থেকে বের হয়েতিনি আর ফিরে আসেন নি। গতকাল রোববার সকালে লিলি বেগম তার আত্মীয়-স্বজনকেসাথে নিয়ে স্বামী নিখোঁজ হওয়ার জিডি করতে থানায় আসেন। এ সময় তিনি জানতেপারেন, থানার গেটের সামনে নদীর ঘাটে বসার পাকা স্থানে মৃত অবস্থায় তোতামিয়ার লাশ পাওয়া গেছে। এ কথা শুনে সেখানে গিয়ে স্বামীর লাশ দেখতে পান।এব্যাপারে পুলিশ কর্মকর্তা জীবন কান্তি সরকার বলেন, এ ঘটনায় থানায় হত্যামামলা করা হয়েছে। নিহত তোতা মিয়ার খুনীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছেপুলিশ।