(খবর:স্ত্রীর কাছে পাত্তা না পেয়ে ক্ষুব্ধ মিজানের বিশেষ অঙ্গচ্ছেদ)
আহা কী ছাই করলে তুমি
যাচ্ছি মরে লাজে,
এবার বলো কেমন করে
ভিড়বে তুমি কাজে।
শরীর যতোই গরম হোক
মনটা বেজায় নরম হোক
কিন্তু তখন উঠবে হয়ে
পরিস্থিতি বাজে।
থাকবে না বউ ঘরে তোমার
কী হবে যে পরে তোমার
ঠুকবে কপাল চার দেয়ালে
সকাল দুপুর সাঝে!
-আহাদ আলী মোল্লা