চুয়াডাঙ্গার বসুভাণ্ডারদহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভাণ্ডারদহ গ্রামের গৃহবধূ ৩ সন্তানের জননী ডালিয়া খাতুনের (৩২) রহস্যজনক মুত্যু হয়েছে।তার স্বামী শঙ্করচন্দ্র ইউনিয়নের গ্রামপুলিশ ইসরাফিল বলেছেন, ডালিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

গ্রামসূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে ডালিয়ার শাশুড়ি আয়শা বেগমের সাথে ঝগড়া বাধে।তার ওপর অভিমান করে নিজ শোবার ঘরের আড়ার সাথে শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ খবর পেয়ে সরেজমিনে তদন্ত করে কেউ বাদী না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি প্রদান করে।