চীনে দেয়াল ধসে নিহত ১৮

 

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম চীনের শানদং প্রদেশে কিংগাদো শহরে দেয়াল ধসে ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকালরবিবার এ দুর্ঘটনা ঘটে। বেশকয়েকদিন ধরেই এই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছিলো। বৃষ্টিপাতের জেরেইদেয়াল ধসে পড়েছে বলে প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে। এদিন রাস্তার ধারেরএকটি পাঁচিল পার্শ্ববর্তী নির্মীয়মান বাড়ির ওপর ভেঙে পড়লে দুর্ঘটনাটিঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরেপুলিশ এবং উদ্ধারকর্মী দল এলাকায় পৌঁছায়। আহতদের নিকটবর্তী হাসপাতালেভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।