কুষ্টিয়ার খোকসায় বিষ খাইয়ে শিশু হত্যা :গ্রেফতার ৩

 

কুষ্টিয়াপ্রতিনিধি:কুষ্টিয়ার খোকসায় বিষপান করিয়ে আফসানা নামে এক শিশু হত্যার অভিযোগেপুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করাহয়।গ্রেফতারকৃতরা হলেন, নিহত শিশুর সৎ মা কাজলী খাতুন (২৩) এবং তার দু বান্ধবী তৃষ্ণা (২০) ও মুনিরা (২১)।

খোকসাথানার ওসি আলী নওয়াজ জানান, খোকসার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের আসাদ মুন্সীরদু স্ত্রী কাজলী খাতুন (২৩) ও সীমা খাতুন (২০) একই গ্রামে আলাদা বাড়িতেবসবাস করতেন।সীমা খাতুনের মেয়ে আফসানা। শনিবার দুপুরে আফসানার সৎমা কাজলী খাতুন তার বান্ধবী তৃষ্ণা ও মুনিরাকে দিয়ে দুটি কোমল পানীয়ের বোতলসীমা খাতুনের বাড়িতে পাঠায়। সীমা খাতুন ওই কোমল পানীয় এক বছর বয়সী আফসানা ওতার আড়াই বছরের ছোট ভাই শামীমকে খাওয়ানোর পর নিজেও পান করেন। একপর্যায়েআফসানা বমি করতে থাকলে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে সীমা খাতুন ও শামীম অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়।আফসানারঅবস্থা খারাপ হলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করারপথে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনীপাড়া এলাকায় সে মারা যায়। এ ঘটনায় খোকসাথানায় নিহত শিশুর পিতা বাদী হয়ে হত্যামামলা দায়ের করলে পুলিশ শিশুর সৎ মাকাজলী খাতুন, তৃষ্ণা ও মুনিরাকে গ্রেফতার করে।