মাথাভাঙ্গা মনিটর: ইরাকের উত্তঞ্চলীয় মসুল শহরে একটি সামরিক গাড়িবহরেজঙ্গিরা চোরাগোপ্তা হামলা চালিয়ে ২০ সেনাকে অপহরণ করে নিয়ে গিয়ে গুলি করেহত্যা করেছে। গত শনিবার রাতে উত্তরাঞ্চলীয় নিয়েভেপ্রদেশে আইন-আল জাহাশ এলাকার কাছে এ চোরাগোপ্তা হামলা হয়। সামরিক কর্মকর্তারা একথাজানিয়েছেন।নিহত কয়েকজন সেনা সদস্যের মাথায় বুলেটেরচিহ্ন ছিলো। কয়েকজনকে মারার আগে পেছনে হাত বেঁধে ফেলা হয়েছিলো।শিয়াপন্থিপ্রধানমন্ত্রী নুরি আল মালিকি শাসনের অধীনে ইরাকের ক্ষমতা থেকে বঞ্চিত সুন্নিরাআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে। গত বছরওসংঘর্ষে আট হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।