আলমডাঙ্গা ব্যুরো:আলমডাঙ্গার কুমারী গ্রামের যুবক নূর ইসলাম এখন পাচারকারীর ডেরায় বন্দি। বিদেশে পাঠানোর নাম করে ঢাকা থেকে কৌশলে ডেকে নিয়ে ময়মনসিংহের পাচারকারীদের গোপন আস্তানায় আরও অনেকের সাথে তাকে আটকে রাখা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে নূর ইসলাম ১১ দিন আগে পার্শ্ববর্তী পোড়াদহের এক যুবকের সাথে গার্মেন্টসে চাকরি করতে ঢাকায় যান। সেখানে গিয়ে তারা পাচারকারীদের খপ্পরে পড়েন। তাকে বিদেশে নিয়ে যাবে এমন প্রলোভন দেখিয়ে ডেকে নেয়া হয় পাচারকারীদের গোপন ডেরায়। বেশ কয়েক দিন নূর ইসলামের কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ গতপরশু রাতে নূর ইসলাম তার আব্বার নিকট ফোন করে পাচার হওয়ার সংবাদ দেন। তিনি জানান, অনেকের সাথে তাকে সীমান্তবর্তী তেঁতুলিয়ার কোনোএক গোপন আস্তানায় আটকে রাখা হয়েছে। গতকাল নূর ইসলামের পিতা আলমডাঙ্গা থানা পুলিশকে জানালে নূর ইসলামের দেয়া মোবাইল নম্বরটি ট্র্যাকিং করে পুলিশ জানিয়েছে- নূর ইসলামের অবস্থান ময়মনসিংহে। এদিকেএকমাত্র ছেলে পাচারকারীদের খপ্পরে পড়েছে এ সংবাদ জানারপর থেকে নূর ইসলামের পিতা-মাতাসহ আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।