আলমডাঙ্গা ব্যুরো: মা দিবসের অঙ্গীকার, শিশু মা নয় আর- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা ওমহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত। প্রেসক্লাব সভাপতি খন্দকার হামিদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাকছুরা জান্নাত, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সানোয়ার হোসেন লাড্ডু,কৃষি কর্মকর্তা একেএম হাসিবুল হাসান, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহিদা বেগম, কলেজিয়েট স্কুলের শিক্ষিক সেলি খাতুন প্রমুখ।