খাদিমপুর প্রতিনিধি:বিলুপ্তপ্রায় একটি বাগডাশাকে হত্যা করেছে আলমডাঙ্গার আইন্দিপুর গ্রামের লোকজন। চিতাবাঘ ভেবে তারা নিরীহ বাগডাশাটিকে পিটিয়ে মেরে ফেলে। গতকাল রোববার আইন্দিপুরের ঝরের মাঠে এলাকার কৃষকরা বাগডাশাটিকে দেখে বাঘ বাঘ বলে চিল্লিয়ে ওঠে। এ সময় অন্যান্য কৃষক জড়ো হয়ে ঘেরাও করা হয় ওই জন্তুটিকে তারপর তাকে হত্যা করা হয়।
এক সময় চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলায় অসংখ্য বাগডাশা বাস করতো। তাদের বসবাসের উপযোগী স্থান এবং বন-জঙ্গল উজাড় হয়ে যাওয়ার ফলে এদের জীবনে বিপর্যয় নেমে আসে। ফলে তাদের বংশবিস্তার যেমনি মন্থর হয়ে আসে, তেমনি একের পর এক হত্যার শিকার হয় তারা। গতকাল রোববারও একই কায়দায় বাগডাশাটিকে মেরে ফেলা হলো। আইন্দিপুর গ্রামের কৃষক আলম, ফিরোজ, শুভ ও বাপ্পী জানান, তারা ঝরের মাঠে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে জন্তুটিকে পানবরজের ঝোপ থেকে বের হতে দেখেন। তারা তাকে চিতাবাঘ ভেবে চারপাশ থেকে ঘেরাও করেন। এক পর্যায়ে কৃষকরা জুটে এসে চিতাবাঘ ভেবে লাঠিসোঁটা ও কোদাল দিয়েবাগডাশাটিকে হত্যা করেন।এরপর আইন্দিপুর গ্রামের প্রধান সড়কের পাশে রেখে দিলে বিলুপ্তপ্রায় বাগডাশাটিকে দেখতে ভিড় জমায় কৌতূহলী এলাকাবাসী।