মাথাভাঙ্গা মনিটর: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) সপ্তম জয় পেলোপাঞ্জাব। বেঙ্গালুরুকে ৩২ রানে হারায় বলিউড নায়িকা প্রীতি জিন্তারদল। প্রথমে ব্যাটিং করে ১৯৮ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নামাবেঙ্গালুরুর ইনিংস থেমে যায় ১৬৬ রানে। পাঞ্জাবের পক্ষে ৪ ওভারে ২৫ রানদিয়ে ৩ উইকেট তুলে পেয়েছে স্বন্দীপ শর্মা। এ সুবাদে হয়েছেন ম্যাচ সেরাও। এজয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে পাঞ্জাব। সমান ম্যাচে ৬পয়েন্ট নিয়ে ৬ষ্ঠস্থানে বেঙ্গালুরু। গতবেঙ্গালুরুর মাঠে টস হেরে ব্যাটকরতে নামে পাঞ্জাব। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারের ৬৬ রানেরদুর্দান্ত ইনিংসে নির্ধারিত ওভারে ১৯৮ রান সংগ্রহ করে তারা। মিলার করেন ২৯বলে ৬৬ রান। এ রান করতে বাঁ হাতি এ ব্যাটসম্যান হাঁকান ৩ ছক্কা ও ৮ চার।১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় ক্রিস গেইল ওঅধিনায়ক বিরাট কোহলিকে হারিয়ে চাপে পরে ব্যাঙ্গালুরু। এক সময়ে পাঞ্জাবেরনিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ রানেই ৫ উইকেট হারায় বিরাট কোহলির দল। তবেবেঙ্গালুরু পক্ষে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন এবি ডি ভিলিয়ার্স। দলের পক্ষেসর্বোচ্চ ২৬ বলে ৫৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫ ছক্কা ও ১ চারের মার।দলীয় ১২৫ রানে ডি ভিলিয়ার্স আউট হলে জয়ের আশা ফিকে হয়ে যায় বেঙ্গালুরুর। ৯উইকেটে নির্ধারিত ওভারে ১৬৬ রানে থেকে যায় তাদের ইনিংস।