স্টাফ রিপোর্টার: ক্ষুদ্রব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় ছাত্রলীগের চার নেতাকেবহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। গতকালশনিবার দুপুরে তাদের বহিষ্কার করা হয়।বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদকশেখ রাসেল। বহিষ্কৃতরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়াসম্পাদক সৃজন ঘোষ, মুহসীন হল কমিটির ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মামুন, জগন্নাথ হল কমিটির সহ-সভাপতি অনুপম চন্দ এবং ছাত্রলীগ কর্মী হিমেল।পত্রপত্রিকায়ব্যবসায়ীকে আটকের পর মুক্তিপণ আদায়ের ঘটনা পত্রপত্রিকায় প্রকাশেরপ্রেক্ষিতে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়েআলোচনা করেছে। এব্যাপারে প্রক্টর আমজাদ আলী জানান, উপাচার্য বিদেশেঅবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলে দায়ী ৪ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থানেয়া হবে। গত
শুক্রবার টিএসসির সামনে মুক্তিপণ আদায়ের সময় ৭ জনকে আটক করেশাহবাগ থানার পুলিশ। অপহৃত মুঠোফোনে টাকা ভরার (রিচার্জ) ব্যবসায়ী ফরহাদইসলামকে উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিরউপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি তানভীরুলইসলাম, জগন্নাথ হল কমিটির সহসভাপতি অনুপম চন্দ্র, মুহসীন হল কমিটিরছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মামুন, জসীমউদ্দীন হল কমিটির সাবেক সহ-সম্পাদকবাপ্পী ও ছাত্রলীগের কর্মী হিমেল।