স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারায় শীর্ষ সন্ত্রাসী মোফাজ্জেলহোসেন ওরফে মোফাকে (৩৮) একটি অত্যাধুনিক ৭ পয়েন্ট ৬৫ বিদেশি পিস্তলসহগ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার রাত দেড়টার দিকে ভেড়ামারা-১২মাইল সড়কের চাঁদগ্রাম ব্র্যাক অফিস সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করাহয়। শীর্ষ সন্ত্রাসী মোফা দৌলতপুর উপজেলার গরুরা এলাকার মাছের মণ্ডলেরছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা দৌলতপুর থানায় প্রায় একডজন মামলা রয়েছে।
জানাগেছে, শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ক্রাইম পয়েন্ট ভেড়ামারা- ১২মাইল সড়কেরচাঁদগ্রাম ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে সন্ত্রাসী মোফা অবস্থান করছিলো। এসময়ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম পিপিএম’র নেতৃত্বে এবং সেকেন্ডঅফিসার এসআইকেএম জাফর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সন্ত্রাসী মোফাকেগ্রেফতার করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে অত্যাধুনিক ৭ পয়েন্ট ৬৫ বিদেশিপিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ভেড়ামারা থানায় মামলাহয়েছে।