স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের বড়লেখায় একটি চা বাগানের পাহাড় ধসে আট মাসের শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।বড়লেখা থানার ওসি (তদন্ত) আকবর হোসেন জানান, গতকালশনিবার ভোরের দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর চাবাগানে এ ধসের ঘটনা ঘটে।নিহত দম্পতি চা শ্রমিক ছিলেন।নিহতরা হলেন- রাজেস (৩৫) তার স্ত্রী মঞ্জু (২৫) ও তাদের আট মাসের সন্তান সীমা।পুলিশেরএ কর্মকর্তা বলেন, ভোর থেকে দীর্ঘ সময় ধরেসেখানে প্রবল বৃষ্টিপাত হয়। এতে পাহাড়ের পাদদেশে ওই চা শ্রমিক দম্পতির ঘরেমাটি চাপা পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান।