দর্শনায় সাড়ে ১ হাজার ২শ কেজি ইউরিয়া সার উদ্ধার
দর্শনা অফিস:বেশ কিছুদিন ধরে দামুড়হুদার বিভিন্ন এলাকার এক শ্রেণি অসাধু সারব্যবসায়ী বাংলাদেশে উৎপাদিত ইউরিয়া সারের খালি বস্তা ব্যবহার করছে ভারতের নিম্নমানের সার পাচারের ক্ষেত্রে। চাষের জন্য ব্যাপক ক্ষতিকর এ সারে এখন বাজার সয়লাব। বেশি লাভের আশায় এ ধরনের নিম্নমানের সার কৃষকরা কিনে ঠকছে। প্রায় প্রতিদিনই বিজিবি-পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে পাচার করে আনা হচ্ছে ভারতের নিম্নমানের সার। এ সার দেশে আনার পর বাংলাদেশে উৎপাদিত ইউরিয়া সারের বস্তাভর্তি করা হয়ে থাকে। দামুড়হুদার কার্পাসডাঙ্গার কতিপয় দু সারব্যবসায়ীসহ বেশ কয়েকজন এ কারবারের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারবারীদের ধরতে বিজিবির অভিযান রয়েছে অব্যাহত। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কার্পাসডাঙ্গা থেকে ভেজাল ইউরিয়া সারের চালান দর্শনায় আনা হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আউয়াল হোসেনের নেতৃত্বে ল্যান্সনায়েক রাসেল সিকদার সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা মেমনগরে। বিজিবি সদস্যরা মেমনগর থেকে উদ্ধার করেছে ১ হাজার ২৫০ কেজি ইউরিয়া সার। তবে এ অভিযানে কোনো ভেজাল সারকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।