মাথাভাঙ্গা মনিটর:সংযুক্তআরব আমিরাতের দুবাই শহরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এশিয়ারবিভিন্ন দেশের ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ বাংলাদেশীঘটনাস্থলেই নিহত হন বলে একটি সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদেরনাম পরিচয় জানা যায়নি। গতকালশনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রশিদ হাসপাতাল ও আল বারাহা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দেশটিররাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, বিদেশি শ্রমিকদের বহনকারী একটিদ্রুতগামী বাস উল্টে গিয়ে রাস্তার পাশে পার্ক করা একটি লরিকে ধাক্কা দিলে এদুর্ঘটনা হয়। যাত্রীবাহী বাসটিতে ২৯ জন যাত্রী ছিলো। ১৫ জন নিহত হওয়া ছাড়াওবাকি ১৪ জনের সবাই আহত হয়েছে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায়।রাজধানীআবু ধাবি থেকে আরব আমিরাতের উত্তরাঞ্চলে যাওয়ার পথে অ্যামিরাত্স রোডে এদুর্ঘটনা হয়। অ্যামিরাত্স রোডটি দুবাইয়ের ঠিক পাশ দিয়ে চলে গেছে। দুবাইরশহরতলিতে অবস্থিত রুওয়াইয়াহ এলাকার এ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয়তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।দুবাইতে বসবাসকারী ২২ লাখ মানুষেরবেশিরভাগই বিদেশি, এদের অধিকাংশই আবার এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসীশ্রমিক।