দামুড়হুদার জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুশতাধিক কাঁঠাল কেটে বিনষ্ট

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কাঁঠালগাছ থেকে দুর্বৃত্তরা দুশতাধিক কাঁঠাল কেটে বিনষ্ট ও চুরি করেছে। ok শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে বিষয়টি এলাকাবাসী, শিক্ষার্থীও শিক্ষকরা জানতে পারে।

কাঁঠাল কেটে বিনষ্ট করার ঘটনায় বিদ্যালয়ের সভাপতি শরীফ উদ্দীন বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবেঅভিযোগে কারো নাম উল্লেখ করা হয়নি। এঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

এলাকাবাসীরা জানায়, প্রাথমিক বিদ্যালয়ের কাঁঠাল কেটে বিনষ্ট ও চুরির আগে এ ধরনের আরো বেশকয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে গত তিনবছর আগে কৃষক আমিরুল ইসলামের ১বিঘা পানবরজ, কালু ফকিরের আস্তানাসহ ৬ কাঠা পানবরজ, মোজাম ও কাতব আলীর ১০ কাঠা পানবরজ, স্কুলঘরে আগুন, বকুলের ওষুধের দোকানে আগুন, রবিউল ইসলামের পাঁচবিঘা আমবাগান ও কিবরিয়ার বাড়িতে ওয়াজের জিপগাড়ি বিনষ্ট করে দুর্বৃত্তরা। এ সকল ঘটনার কোনোটিই চিহ্নিত ও সুষ্ঠু সমাধান হয়নি।

প্রধান শিক্ষক মিনাজ উদ্দিন জানান, এর আগে বিদ্যালয়ের অফিসকক্ষের জানালা ভেঙে জরুরি কাগজপত্র পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নেয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।