টিপ্পনী

খবর: (চুয়াডাঙ্গায় ডিবি পরিচয়ে কৃষক অপহরণ)

 

সারা দেশে হচ্ছে কী সব

কার ঘাড়ে এর দায়,

বাইরে-ঘরে খুন খারাবি

কোথায় নেবো ঠাঁই,

 

চাষির ঘরেও অপহরণ

যাচ্ছে না কেউ বাদ,

প্রশাসনই রাখছে নাকি

পেতে নতুন ফাঁদ।

 

হচ্ছে জবাই অপহরণ

মধ্যিমাঝে গুম,

বেয়াক্কেলি ছন্নছাড়া

টাক ডুমাডুম।

 

-আহাদ আলী মোল্লা