স্টাফ রিপোর্টার: কুষ্টিয়াশহরের আড়ুয়াপাড়াপাড়া থেকে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন ও ধারালো চাকুসহএকাধিক মামলার আসামি সাইদকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।র্যাব-১২কুষ্টিয়া ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার আলী হায়দার জানান, গোপনসংবাদের ভিত্তিতে গতকালশনিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব সদস্যরা আড়ুয়াপাড়াস্থমণ্ডলপাড়া গলিতে অভিযান চালিয়ে আবু সাইদকে গ্রেফতার করে।এসময় আবুসাইদের (৩৩) কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি ধারালো চাকু উদ্ধার করেন র্যাবসদস্যরা।গ্রেফতার আবু সাইদ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়াস্থ মণ্ডলপাড়াএলাকার আবেদিনের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা ও অস্ত্র আইনে একাধিকমামলা রয়েছে।