আলমডাঙ্গা থানার এএসআই খাইরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় আহত

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানার এএসআই খাইরুল ইসলাম গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

জানাগেছে, আলমডাঙ্গা থানার এএসআই খাইরুল ইসলাম গতকাল বিকেলে কনস্টেবল নাজমুল ইসলামকে সাথে নিয়ে নিজ দায়িত্ব পালনের উদ্দেশে হাটবোলিয়ার দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াতলা মোহাম্মদপুর ফাঁকা মাঠে পাশ থেকে হঠাৎ গরু তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় এএসআই খাইরুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। তার সাথে থাকা কনস্টেবল নাজমল ইসলামও আহত হন। তাদের স্থানীয় জনগণ উদ্ধার করে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে থানায় খবর দেয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও কয়েকজন অফিসারসহ তাদের দেখতে যান।