মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নে ও আইলহাঁস ইউনিয়নে পৃথক দুটি এলাকায় গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। নাগদাহ ইউনিয়ন পরিষদ আয়োজনে গতকাল সকালে নাগদাহ ফুটবলমাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম। নাগদাহ ইউনিয়নের পাঁচটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের অংশগ্রহণে ৫টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মাঠ প্রাঙ্গণে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান দারুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত হোসেন। ইউপি সচিব মোছাব আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাগুলো পরিচালনা করেন মেম্বার খাইরুল,মেম্বার ডালিম,মেম্বার মিশর ও দুদু।
অপরদিকে একইদিন সকালে ঘোলদাড়ি বাজারস্থ আইলহাস ইউনিয়ন পরিষদ ফুটবলমাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দীন বিশ্বাস। ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের অংশগ্রহণে৭টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মাঠ প্রাঙ্গণে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নাগদাহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি আব্দুর রাজ্জাক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহাবুল হক, ইউপি সচিব আসাদুল ইসলাম,আইলহাস ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হারন-অর-রশিদ,মেম্বার মোহাম্মদ আলী,মেম্বার তারা চাঁদসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।