স্টাফ রিপোর্টার: বহুলআলোচিত ৭ হত্যা মামলার প্রধান আসামি নুর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানাআওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে ও ২ নং আসামি ইয়াছিন মিয়াকেসিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল
শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের এক বর্ধিতসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেদলটি।সিদ্ধিরগগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানেরসভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিতসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করাহয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেকসভাপতি আব্দুল মতিন মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণসম্পাদক অ্যাড. খোকন সাহা, সহ-সভাপতি রিয়াজউদ্দিন রেণু, সাদেকুর রহমান, বাবুল আক্তার মোল্লা, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আলী হোসেন আলা ওহালিম কন্ট্রেক্টার।
শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের গঠনতণতন্ত্রের ৪৬(ক)ধারা লঙ্ঘনের কারণে ৪৬(ঙ) অনুযায়ী তাদেরকে এ অব্যহতি দেয়া হয়। সাধারণসম্পাদক ইয়াছিনের স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে যুগ্মসাধারণসম্পাদক কালী পদক মল্লিককে।